Welcome to Safety Sata. Need help? Call Us

পুষ্টিগুণের ভান্ডার বেলের  চা

বেলকে আমরা বিভিন্নভাবে খেতে পারি তবে বেলের  চা হিসেবে খাওয়া একটি উল্লেখ যোগ্য প্রদ্ধতি। আজকে আমরা বেল চায়ের উপকারী দিক গুলো আলোচনা করবো

1.শরীরকে পুষ্ট করে, শরীরের ভারসাম্য সামঞ্জস্য করে।

2. বেলের চায়ের উপাদান কিডনি সুস্থ রাখে।

3.অন্ত্রের কৃমিসহ অন্যান্য জীবাণু ধ্বংস করে ডায়রিয়া এবং আমাশয় রোগে খুব কার্যকরী ভূমিকা পালন করে। 

4. বেল  চা আপনার ব্লাড প্রেসার নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে।

5.মাইগ্রেনসহ যে কোন তীব্র মাথা কমাতে বেলের চা চমৎকার কাজ করে।

6. বেলের  চা কোষ্ঠকাঠিন্য দূর করে। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *